ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মালিবাগে যাত্রীবাহী বাসে আগুন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৮, ২৭ মার্চ ২০২১   আপডেট: ০৭:১১, ২৮ মার্চ ২০২১
মালিবাগে যাত্রীবাহী বাসে আগুন

ফাইল ফটো

রাজধানীর মালিবাগে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটেছে।  

শনিবার (২৭ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে মালিবাগ রেলগেটসংলগ্ন পুলিশ বক্সে সামনে তুরাগ পরিবহনের একটি বাসে আগুন ধরে যায়।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ রাইজিংবিডিকে বলেন, ‘কে বা কারা বাসে আগুন ধরিয়ে দিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনা তদন্তের পরই তা বেরিয়ে আসবে।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মালিবাগ রেলগেটসংলগ্ন পুলিশ বক্সের সামনে ওই বাসে হাঠৎ আগুন জ্বলে ওঠে। ওই সময় বাসের যাত্রীরা আতঙ্কে জানালা ভেঙে রাস্তায় লাফিয়ে পড়েন। এতে অনেকে আহত হন। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। 
পুলিশ জানিয়েছে, অপ্রিতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকা/মাকসুদ/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়