ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘নিজের ও পরিবারের কথা না ভেবে যুদ্ধ করেছেন মুক্তিযোদ্ধারা’

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৭, ২৭ মার্চ ২০২১  
‘নিজের ও পরিবারের কথা না ভেবে যুদ্ধ করেছেন মুক্তিযোদ্ধারা’

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। কোনো চাওয়া-পাওয়া থেকে নয়, দেশমাতৃকাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে মুক্তিযোদ্ধারা মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। নিজের ও পরিবারের কথা না ভেবে রক্তক্ষয়ী যুদ্ধে অংশ নিয়েছিলেন তারা।’

শনিবার (২৭ মার্চ) রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাতীয় সংসদ ভবন এলাকায় নিজ বাসভবন থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি ওই আলোচনা সভায় যুক্ত হন স্পিকার।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সব মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্পিকার বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৪ বছর আন্দোলন-সংগ্রাম, জেল-জুলুম-অত্যাচার সবকিছু সহ্য করেও বাঙালির অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অবিচল ছিলেন। তার ডাকে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধারা যুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছেন বলে আজ বাঙালি জাতি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে। বাংলাদেশ আজ মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত।’

পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান রাঙ্গার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম, মো. নুরুল হক, আব্দুল হাদী, আব্দুর রব, মো. ফজলার রহমান, আবুল কালাম আজাদ, মো. নুরুল ইসলাম, মো. জিল্লুর রহমান সরকার প্রমুখ। সভায় ৬৮ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

ঢাকা/আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়