ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

২৫ উপজেলায় হচ্ছে সাংস্কৃতিক কমপ্লেক্স

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ২৯ মার্চ ২০২১  
২৫ উপজেলায় হচ্ছে সাংস্কৃতিক কমপ্লেক্স

দেশের ২৫টি উপজেলায় সাংস্কৃতিক কমপপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। উপজেলা সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের লক্ষ্যে ফিজিবিলিটি স্টাডি শেষ করে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) প্রণয়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

সোমবার (২৯ মার্চ) সংসদ ভবনে সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৬তম বৈঠক এ তথ্য জানানো হয়েছে।

যেসব উপজেলায় সাংস্কৃতিক কমপ্লেক্স হচ্ছে—মোল্লারহাট, মনিরামপুর, হোমনা, মতলব, লৌহজং, কালিহাতি, শিবচর, ডামুড্যা, ভাঙ্গা, কাপাসিয়া, সিংগাইর, গৌরিপুর, মুক্তাগাছা, নান্দাইল, ইসলামপুর, আঠারবাড়ি (কেন্দুয়া ), নালিতাবাড়ি, বাগমারা, পত্নীতলা, সিংড়া, কাহারোল, গঙ্গাচরা, বোদা, তেঁতুলিয়া, রৌমারি, ফকিরহাট ও মঙ্গলগঞ্জ।

বৈঠকে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমি ও বিরিশিরির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়েছে।

কমিটির সভাপতি সিমিন হোসেন রিমির অনুপস্থিতিতে সদস্য অসীম কুমার উকিল বৈঠকে সভাপতিত্ব করেন। এতে অংশ নেন কমিটির সদস্য সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং সুবর্ণা মুস্তাফা।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও শিল্পকলা একাডেমির মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

ঢাকা/আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়