Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ১২ মে ২০২১ ||  বৈশাখ ২৯ ১৪২৮ ||  ২৯ রমজান ১৪৪২

১৭০ দেশে কর্মরত ১ কোটি ২০ লাখ বাংলাদেশি

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৩, ৩০ মার্চ ২০২১  
১৭০ দেশে কর্মরত ১ কোটি ২০ লাখ বাংলাদেশি

ফাইল ফটো

১৭০ দেশে ১ কোটি ২০ লাখ প্রবাসী বাংলাদেশি কর্মরত আছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

মঙ্গলবার (৩০ মার্চ) রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রবাসীদের তথ্য সেবা দেওয়ার জন্য তৈরি অ্যাপ ‘প্রবাসী’র উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার প্রমুখ।

অনুষ্ঠানে আহমেদ মুনিরুছ সালেহীন আরও বলেন, ‘দেশে যদি ২০ লাখ মানুষের কর্মসংস্থান হয়, তবে ২৫ শতাংশ অবদান রাখে বৈদেশিক কর্মসংস্থান। এই খাতের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।’

তিনি বলেন, ‘বৈদেশিক কর্মসংস্থানে সুখের খবর আছে, দুখের খবরও আছে। তবে দুখের খবর বড় করে ছাপা হয়। তাই আমি বলব, আপানারা সোনার হরিণের পেছনে ছুটবেন না। দেখে-বুঝেই বিদেশে পাড়ি জমান।’

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়