ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাস না পেয়ে সড়ক অবরোধ, যানজট

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ১ এপ্রিল ২০২১   আপডেট: ১২:২৪, ১ এপ্রিল ২০২১
বাস না পেয়ে সড়ক অবরোধ, যানজট

নির্দিষ্ট সময়ে অফিসে যেতে না পেরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অফিসগামী মানুষ।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ৯টার পর থেকে তারা খিলক্ষেত সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এতে ওই এলাকায় তীব্র যানজট দেখা দেয়।

দুপুর ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভকারীরা সরে গেলেও পুরো উত্তরা এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।

খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) ছাব্বির আহমেদ রাইজিংবিডিকে এই তথ‌্য নিশ্চিত করেছেন।

বেসরকারি কর্মকর্তা হিরন মিয়া বলেন, ‘উত্তরা থেকে বাস না পেয়ে পায়ে হেঁটে খিলক্ষেত পর্যন্ত আসি। কিন্তু তারপরও বাস না পেয়ে এখন অফিসে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। বাসে সিট খালি থাকলেও তারা নিচ্ছে না।’

ব‌্যাংক কর্মকর্তা নাসির হোসেন বলেন, ‘সকাল ৯টায় মতিঝিলে অফিসে যাওয়ার কথা। কিন্তু সাড়ে ১০টা বেজে গেলো বাস না পেয়ে রাস্তায় আছি। কীভাবে অফিসে যাবো এই নিয়ে দুশ্চিন্তায় আাছি।’

ওসি ছাব্বির আহমেদ জানান, মানুষের বিক্ষোভের কারণে এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে লোকজন সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ‌্য, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার যাত্রীবাহী বাসে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা দিয়েছে। আর এ কারণেই বাসগুলো অর্ধেক যাত্রী বহন করছে।

এতে বাসস্ট্যান্ড এবং রাস্তায় শত শত মানুষ বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন। কুড়িল-বনানী ফ্লাইওভার থেকে পুরো উত্তরা এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট।

ঢাকা/মাকসুদ/বুলাকী 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়