ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আরও ১২টি সীমান্ত হাট বসানোর প্রক্রিয়া চলছে

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ১ এপ্রিল ২০২১  
আরও ১২টি সীমান্ত হাট বসানোর প্রক্রিয়া চলছে

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, ভারতের সঙ্গে বাণিজ্য বাড়াতে চারটি সীমান্ত হাট বসানো হয়েছে। আরও ১২টি হাট বসানোর প্রক্রিয়া চলছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) জাতীয় সংসদে আওয়ামী লীগ দলীয় এমপি আ কা ম সরোয়ার জাহানের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী জানান, ২০১৯-২০ অর্থবছরে ভারত থেকে ৪৮ হাজার ৯৪৭ কোটি ৭১ লাখ টাকার পণ‌্য আমদানি করা হয়েছে। ভারতে রপ্তানি করা হয়েছে ৯ হাজার ২৯৫ কোটি ১১ লাখ টাকার পণ‌্য। ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল ৩৯ হাজার ৬৫২ কোটি ৬০ লাখ টাকা।

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি দূর করার পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, ‘বিভিন্ন আঞ্চলিক জোট ও দ্বিপাক্ষিক চুক্তির আওতায় ভারতে রপ্তানি বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের সব পণ্যের ভারতের বাজারে বিনাশুল্কে প্রবেশের পদক্ষেপ নেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রচেষ্টার ফলে তামাক, মদ ও মাদক জাতীয় ২৫টি পণ্য ছাড়া বাংলাদেশের সব পণ্য ভারতে শুল্কমুক্ত প্রবেশের সুবিধা লাভ করেছে।’

ঢাকা/আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়