ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘বোরো মৌসুমে সফলভাবে ধান ঘরে তুলতে পারলে খাদ্য সংকট থাকবে না’

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৭, ১ এপ্রিল ২০২১  
‘বোরো মৌসুমে সফলভাবে ধান ঘরে তুলতে পারলে খাদ্য সংকট থাকবে না’

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘সারা দেশে বোরো মৌসুমে সফলভাবে ধান ঘরে তুলতে পারলে করোনাকালেও দেশে খাদ্য সংকট থাকবে না।’

বৃহস্পতিবার (১ এপ্রিল) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে অনলাইনে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আস্তনা গ্রামে বোরো ধান কর্তন কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘করোনাকালে খাদ্য নিয়ে মানুষকে যাতে আতঙ্কে থাকতে না হয়, খাদ্যের যাতে কোনো অভাব না হয়, আমরা সেটি নিশ্চিত করতে দৃঢ়ভাবে কাজ করছি। বোরো মৌসুমে দেশে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয়। সেজন্য হাওরসহ সারা দেশের ধান কাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘এ বছর প্রায় ৪৮ লাখ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। লক্ষ্যমাত্রার চেয়ে ৮৩ হাজার হেক্টর বেশি জমিতে বোরো আবাদ হয়েছে। উৎপাদন বেশি হওয়ায় এ বছর হাইব্রিড জাতের ধানের চাষ বাড়াতে জোর দেওয়া হয়েছিল। সেজন্য, গত বছরের তুলনায় প্রায় ৩ লাখ হেক্টর বেশি জমিতে হাইব্রিড ধানের চাষ হয়েছে। হেক্টর প্রতি গড়ে ১ টন করে বেশি ফলন হলেও কমপক্ষে ৩ লাখ টন ধান বেশি উৎপাদন হবে।’

উল্লেখ্য, এ বছর বোরো মৌসুমে ২ কোটি ৫ লাখ টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা আছে।

এ সময় কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেসবাহুল ইসলাম, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক উপস্থিত ছিলেন। ভার্চুয়াল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।

ঢাকা/আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়