ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সোমবার থেকে নৌযান চলাচল বন্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৪১, ৩ এপ্রিল ২০২১   আপডেট: ০০:২০, ৪ এপ্রিল ২০২১
সোমবার থেকে নৌযান চলাচল বন্ধ

সরকারের ঘোষিত লকডাউনের কারণে আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে। তবে মালবাহী জাহাজ চলাচল করবে।

শনিবার (৩ এপ্রিল) বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন দিচ্ছে সরকার। লকডাউনের কারণে সোমবার সকাল ৬টা থেকে সারাদেশের সব ধরনের যাত্রীবাহী নৌযান বন্ধ থাকবে। তবে মালবাহী জাহাজ চলাচল করবে।

এদিকে, ৫ এপ্রিল থেকে দেশের অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এছাড়া রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে একই দিন থেকে সারাদেশে যাত্রীবাহী রেল চলাচল বন্ধ করা হয়েছ। তবে এই সময়ে জরুরি খাদ্য এবং পণ্যবাহী ট্রেন চলাচল অব্যাহত থাকবে।

হাসান/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়