ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সচিবালয় চলছে সীমিত পরিসরে  

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৫, ৫ এপ্রিল ২০২১  
সচিবালয় চলছে সীমিত পরিসরে  

করেনা পরিস্থিতে প্রশাসেনর প্রাণকেন্দ্র সচিবালয়ে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের গুরুত্বপূর্ণ (৫০ ভাগ) কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে অফিসের কাজ চলছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী অনলাইনে যুক্ত হয়ে কাজ করছেন।

সোমবার (৫ এপ্রিল) সচিবালয়ে এ চিত্র দেখা গেছে।

জানা গেছে, লকডাউনের প্রথম দিন সচিবালয়ে চলছে সীমিত পরিসরে কার্যক্রম।  গুরুত্বপূর্ণ কর্মকর্তারা প্রায় ৫০ ভাগ উপস্থিত থাকলেও কর্মচারীদের সীমিত পরিসরে অফিসে নেওয়া হয়েছে।

অন্য দিনগুলোাতে সচিবালয়ে জনসমাগম এবং যানবাহনের চাপ দেখা গেলেও খুব কম। তবে সচিবালয়ে অন্যান্য দিন কিছু দর্শনার্থী দেখা গেলেও আজ দর্শনার্থী নেই।

সচিবালয়ের ভবনগুলোর সামনে ব্যক্তিগত বা অফিসের গাড়ির জটলা দেখা গেলেও আজ তেমন গাড়ি দেখা যায়নি। অনেকটাই ফাঁকা রয়েছে সচিবালয়। 

সচিবালয়ের একাধিক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেওয়া ১৮ দফা পালনসহ লকডাউনে যে নির্দেশনা দেওয়া হয়ে তা কঠোর ভাবে পালন করা হচ্ছে। কর্মকর্তা-কর্মচারীদের রোস্টার করে দায়িত্ব পালন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

পিআইডির (তথ্য অধিদপ্তর) একজন কর্মকর্তা বলেন, এখানে সব সময়ই কাজ থাকে। তবে লকডাউনের নির্দেশনা অনুযায়ী ৫০ ভাগ কর্মকর্তারা অফিসে এসেছেন।

কৃষি মন্ত্রণালয় মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. কামরুল ইসলাম ভূইয়া বলেন, মন্ত্রণালয়ের জরুরি উন্নয়নমূলক কাজের জন্য সংশ্লিষ্ট শাখার কর্মকর্তার অর্ধেক (৫০ ভাগ) অফিসে এবং বাকি অর্ধেক অনলাইনে উপস্থিত আছেন। বাকি দপ্তরে  তালিকা অনুযায়ী উপস্থিতি রয়েছে।   

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাইদুল ইসলাম প্রধান বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৮ দফা নির্দেশনা মেনে কাজ চলছে। তালিকা অনুযায়ী অর্ধেক কর্মকর্তা-কর্মচারীরা অফিসে করেছেন।  বাকিরা অনলাইনে যুক্ত আছেন। 
 

আসাদ/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়