ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে বাস টার্মিনালে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০১, ১১ এপ্রিল ২০২১  
ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে বাস টার্মিনালে

করোনার সংক্রমণ রোধে দেশে চলছে লকডাউন। আর  ১৪ এপ্রিল থেকে একসপ্তাহের জন‌্য আসছে কঠোর লকডাউন। এই কারণে  ঢাকার বাস টার্মিনালগুলোয় বাড়ছে ঘরমুখো মানুষের ভিড়। 

লকডাউনের ঘোষণার পরপরই নগরবাসীর মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে যে এই লকডাউন কতদিন থাকবে। তাই আগেভাগেই সবাই গ্রামের বাড়ি চলে যাচ্ছে। 

এদিকে, লকডাউনের কারণে দেশের দূরপাল্লার বাস চলছে না। যার কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের। বাস না থাকায় যে যেমন করে পারছেন, তাতে করেই গ্রামের বাড়ি যাচ্ছেন। 

গাবতলীতে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের এসআই মো. হুমায়ুন বলেন, ‘দুপুরের পর থেকে বিপুল-সংখ্যক যাত্রী গাবতলীতে জড়ো হয়েছেন। কেউ কেউ প্রাইভেট কারে করে যাচ্ছেন। কেউ কেউ আবার বাইকে করে ঝুঁকি নিয়েই গ্রামের বাড়ি যাচ্ছেন।’ তিনি বলেন, ‘প্রাইভেটকারে যারা যাচ্ছেন, তাদের আমারা নিষেধ করলেও শুনছেন না। বিভিন্ন অজুহাত দিয়ে চলে যাচ্ছেন।’

এসআই আরও বলেন, ‘আমাদের ৫০ শতাংশ আসন ফাঁকা রাখতে বলা হয়েছিল। তবে, যাত্রীদের চাপে স্বাস্থ্যবিধি মেনে চলতে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি।’

মহাখালী বাস টার্মিনাল এলাকায় একই চিত্র দেখা গেছে। সেখানে দেখা গেছে, যাত্রীরা ব্যাগ, ব্যাডিং নিয়ে বসে আছেন। কেউ সিলেট যাবেন, কেউ ময়মনসিংহ, শেরপুর, জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। 

মহাখালী বাস টার্মিনালের বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম বলেন, ‘বিকেলে যাত্রীর সংখ্যা কিছুটা বেড়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা দূরপাল্লার বাস ছাড়ছি না। যাত্রীরা অনেক বিপদের মধ্যেই পড়ে গেছেন।’ 

ঢাকা/হাসিবুল/এনই/ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়