ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৪৮৩ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ লাখ টাকা করে বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৮, ১১ এপ্রিল ২০২১  
৪৮৩ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ লাখ টাকা করে বরাদ্দ

করোনায় আপৎকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৪৮৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনুকূলে ৩ লাখ টাকা করে মোট ১৪ কোটি ৪৯ লাখ টাকা বরাদ্দ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

রোববার (১১ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ২০২০-২১ অর্থবছরের সংশোধিত বাজেটের সচিবালয় অংশের সংগনিরোধক ব্যয় খাত থেকে এ বরাদ্দ দেওয়া হয়।

পরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব সুশীল কুমার পাল স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে এ সংক্রান্ত একটি পত্র জারি করা হয়েছে।  

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জ‌্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান জানান, এই টাকা করোনা রোগীদের চিকিৎসা, যন্ত্রপাতি ও সরঞ্জাম কেনা, করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি করা রোগীদের পথ্য, ওষুধ, গজ, ব্যান্ডেজ, তুলা, কেমিক‌্যাল রিএজেন্ট (এক্সরে ফিল্ম, ইসিজি পেপারসহ), অক্সিজেন ও অন্যান্য গ্যাস সরবরাহ ইত্যাদি কাজে ব্যবহৃত হবে।

ঢাকা/সাওন/আসাদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়