ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

শিগগির ৬ কোটি ৮০ লাখ ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৩, ১২ এপ্রিল ২০২১   আপডেট: ১৭:৩৭, ১২ এপ্রিল ২০২১
শিগগির ৬ কোটি ৮০ লাখ ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশ খুব শিগগিরই কোভ্যাক্স থেকে ৬ কোটি ৮০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টেম্বন।

সোমবার (১২ এপ্রিল) ‘বাংলাদেশ আপডেট’ শীর্ষক প্রতিবেদন প্রকাশের সময় এ তথ‌্য জানান তিনি।

মার্সি মিয়াং টেম্বন বলেন, ‘বাংলাদেশ সরকারের ভ্যাকসিন কিনতে অর্থের কোনো সমস্যা নেই। বিশ্বব্যাংকও ৫০ কোটি ডলার দিতে যাচ্ছে ভ‌্যাকসিন কেনার জন‌্য। এছাড়া, বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের সঙ্গে বিশ্বব্যাংকও আছে।’

‘বাংলাদেশ আপডেট’ প্রতিবেদনে বিশ্বব্যাংক জানায়, অনিশ্চয়তার মধ্যেও বাংলাদেশে শিগগিরই অর্থনৈতিক পুনরুদ্ধারের লক্ষণ দেখা যাচ্ছে। আগামী মে মাসের শুরুতে বাংলাদেশ বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স থেকে ৬ দশমিক ৮ কোটি ভ্যাকসিন পাবে। চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ২ দশমিক ৬ শতাংশ থেকে ৫ দশমিক ৬ শতাংশ হতে পারে। তবে, যদি চলমান ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম অব্যাহত থাকে, কঠোর লকডাউন কার্যকর হয় এবং দ্রুত বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়ায়, তাহলেই এ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে।’

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, বাংলাদেশ ইতোমধ্যে ভারত থেকে ৭০ লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছে। আরও আড়াই কোটি ডোজ কেনার বিষয়টি প্রক্রিয়াধীন। বাংলাদেশের অর্থনীতি রপ্তানি, শক্ত রেমিট্যান্স প্রবাহ এবং চলমান টিকাদান কর্মসূচির কারণে পুনরুদ্ধারের লক্ষণ প্রদর্শন করছে।’

ঢাকা/হাসিবুল/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়