ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘গাড়ি ধরলেই মামলা ২ থেকে ৩ হাজার টাকা’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৭, ১৩ এপ্রিল ২০২১   আপডেট: ১৩:০৯, ১৩ এপ্রিল ২০২১
‘গাড়ি ধরলেই মামলা ২ থেকে ৩ হাজার টাকা’

গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে ছবিটি তোলা (ছবি: রাইজিংবিডি)

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের দূরপাল্লার পরিবহন বন্ধ রয়েছে। এ সুযোগে প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলে করে যাত্রীরা চলাচল করছেন। তবে পুলিশের নজরে পড়লেই এসব পরিবহনগুলোকে খেতে হচ্ছে ২ থেকে ৩ হাজার টাকার মামলা।  কিংবা গুণতে হচ্ছে মোটা অংকের জরিমানা।

মঙ্গলবার (১৩ এপ্রিল) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে। 

গাবতলী এলাকায় দায়িত্ব থাকা পুলিশ কর্মকর্তা হাসনাত হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘আমি এই এলাকায় সকাল থেকেই ডিউটি করছি।  হাজার হাজার যাত্রী এখানে এসে ভিড় জমাচ্ছেন।  তবে সরকারের দেওয়া নির্দেশনা অমান্য করে যেসব প্রাইভেটকার, মাইক্রোবাস যাত্রী নিয়ে যাচ্ছে তাদের মামলা দেওয়া হচ্ছে, এবং তা ৩০০০ টাকার মামলা।’

তিনি বলেন, ‘আমি একা এখানে ডিউটি করছি। সকাল থেকে ৭ থেকে ৮টা মামলা দিয়েছি। চেষ্টা করছি কেউ যেন সরকারের আদেশ অমান্য করে যাত্রী নিয়ে যেতে না পারে। বিশেষ করে গাবতলী বাস টার্মিনাল এলাকার সামনে থেকে গাড়ি দীর্ঘক্ষণ দাড় করিয়ে যাত্রী নিতে দিচ্ছি না।  যদি কেউ এই কাজ করে তাহলে আমি সাথে সাথে মামলা দিচ্ছি। ’

প্রসঙ্গত, ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত আট দিনের জন্য লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।  এতে সব ধরনের পরিবহন (সড়ক, নৌ, রেল, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট) বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা ও জরুরি সেবাদানের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না।

হাসিবুল/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়