Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০৬ মে ২০২১ ||  বৈশাখ ২৩ ১৪২৮ ||  ২২ রমজান ১৪৪২

রোজা কবে, জানা যাবে সন্ধ্যায়

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৭, ১৩ এপ্রিল ২০২১   আপডেট: ১৮:০৭, ১৩ এপ্রিল ২০২১
রোজা কবে, জানা যাবে সন্ধ্যায়

১৪৪২ হিজরির পবিত্র রমজান মাসের রোজা কবে তা মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় (বাদ মাগরিব) জানা যাবে।

সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হবে। আজ বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেলে কাল থেকে রোজা শুরু হবে।

পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। 

সভায় ধর্মসচিব মো. নুরুল ইসলাম. ইসলামিক ফাউন্ডেশনের ডিজিসহ কমিটির সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ইসলামিক ফাউন্ডেশন, সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য বলা হয়েছে।

এদিকে, মধ্যপ্রাচ্যে আজ থেকে রোজা শুরু হয়েছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের বিভিন্ন স্থানে ধর্মপ্রাণ মুসলমানদের একটি অংশ আজ রোজা রেখেছেন।

নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়