ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

আল্লামা শফীর মৃত‌্যু স্বাভাবিক ছিল: বাবুনগরী

নিজস্ব প্রতিবেদক,  চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৭, ১৩ এপ্রিল ২০২১  
আল্লামা শফীর মৃত‌্যু স্বাভাবিক ছিল: বাবুনগরী

জুনায়েদ বাবুনগরী (ফাইল ছবি)

আল্লামা শাহ আহমদ শফীর স্বাভাবিক মৃত্যুকে অস্বাভাবিক আখ্যায়িত করে আদালতে পিবিআইয় রিপোর্ট দিয়েছে বলে মন্তব‌্য করেছেন হেফাজত আমির জুনায়েদ বাবুনগরী। তিনি বলেন,  আল্লামা শফীর স্বাভাবিক মৃত‌্যু হয়েছে।’ মঙ্গলবার (১৩ এপ্রিল) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি করেন।

হেফাজত আমির বলেন, ‘আল্লামা  শফীর মৃত্যু নিয়ে পিবিআইর ডিআইজি বনজ কুমার মজুমদার যে প্রতিবেদন দাখিল করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা।  আমরা এই উদ্দেশ্যমূলক প্রতিবেদন প্রত্যাহার করে দেশবাসীর কাছে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।’  

বাবুনগরী বলেন, ‘আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। এরপরও নতুন করে আমার সঙ্গে আরও বারো জনকে হয়রানিমূলক অন্তর্ভুক্ত করে প্রতিবেদন দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘চট্টগ্রাম মেডিকেলের ছাড়পত্র ও ঢাকা আজগর আলী হাসপাতালের ডেথ সার্টিফিকেটসহ নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের আলোকে দেশবিদেশের সবার নিকট প্রমাণিত হয়েছে, আল্লামা শফীর মৃত্যু আল্লাহর হুকুমে স্বাভাবিক ছিল। তিনি অনেকদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। রোগ বেড়ে যাওয়ায় একাধিকবার তাকে হাসপাতালে নেওয়া হয়।’
.
হেফাজত আমির আরও বলেন, ‘আল্লামা শফীর মৃত্যুর পর তার জ্যৈষ্ঠপুত্র মাওলানা ইউসুফ ব্যাখ্যামূলক বিবৃতির মাধ্যমে বাস্তব সত্য মিডিয়ার সামনে তুলে ধরেছেন। তার বাবার মৃত্যু স্বাভাবিক হয়েছিল বলে স্বীকারোক্তি দিয়েছেন। এরপরও আল্লামা  শফীর মৃত্যুর প্রায় দুই মাস পর দেশের শীর্ষ আলেমদের নামে মামলা দায়ের হওয়ায় বোঝা যায়, এই মামলা কতটা ভিত্তিহিন।’ 
 

/রেজাউল/এনই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়