Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৭ নভেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ১৩ ১৪২৮ ||  ২০ রবিউস সানি ১৪৪৩

আবদুল মতিন খসরুর কফিনে স্পিকারের শ্রদ্ধা   

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৪, ১৫ এপ্রিল ২০২১   আপডেট: ১৩:৪৭, ১৫ এপ্রিল ২০২১
আবদুল মতিন খসরুর কফিনে স্পিকারের শ্রদ্ধা   

কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আবদুল মতিন খসরুর কফিনে শ্রদ্ধা জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। 

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) স্পিকার বাংলাদেশ জাতীয় সংসদের সার্জেন্ট এ‌্যাট আর্মসের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এ সভাপতির কফিনে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়াও শ্রদ্ধা জানিয়েছেন। তিনি জাতীয় সংসদের এসিস্ট্যান্ট ডেপুটি সার্জেন্ট এ্যাট আর্মসের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সুপ্রিম কোর্ট অঙ্গনে আবদুল মতিন খসরুর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বীর এই মুক্তিযোদ্ধাকে  ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর বিভিন্ন স্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তার নিজ গ্রাম কুমিল্লার মিরপুরে বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৪ এপ্রিল বুধবার বিকেলে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি। 

ঢাকা/আসাদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়