ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রণোদনা দিয়ে শিক্ষিতদের কৃষি কাজে উৎসাহিত করা হবে: অর্থমন্ত্রী

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৬, ১৫ এপ্রিল ২০২১  
প্রণোদনা দিয়ে শিক্ষিতদের কৃষি কাজে উৎসাহিত করা হবে: অর্থমন্ত্রী

আ হ ম মুস্তফা কামাল (ফাইল ছবি)

দেশের অনেক শিক্ষিত আছেন, যারা কৃষি কাজে নিজেদের নিয়োজিত করতে চান বলে মন্তব‌্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘ইতোমধ্যে অনেকেই তার শিক্ষাজীবনের জ্ঞান কৃষিক্ষেত্রে কাজে লাগাচ্ছেন। আগামী বাজেটে তাদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা দিয়ে উৎসাহিত করার চেষ্টা করা হবে।’ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়ালি প্রাক-বাজেট আলোচনা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের বাজেটে অবশ্যই প্রাধান্য পাবে কৃষি খাত। কৃষি খাতের যে যে স্থানে হাত দেওয়া উচিত, সেখানে সেখানে  হাত দেবো। কৃষি আমাদের লাইফলাইন। সুতরাং কৃষি খাতে যেসব পণ্য আছে সব ক্ষেত্রেই আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করবো। পাশাপাশি আমাদের শিক্ষিত তরুণ সমাজ যারা কৃষিতে আসতে চান, তাদের উৎসাহিত করার জন্য কিছু কিছু প্রণোদনা রেখে আমরা চেষ্টা করবো, তাদের উৎসাহিত করার জন্য।’

কৃষি যান্ত্রিকীকরণ হবে বলে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘ম্যানুয়াল থেকে যান্ত্রিকীকরণের কাজ আমরা ইতোমধ্যে শুরু করেছি। গত বাজেটে আমাদের বক্তব্য ছিল, সেখানে আমরা কিছু টাকাও রেখেছিলাম। আমি মনে করি, আমাদের কৃষি ভালো কাজ করছে, কৃষিকে গতিশীল, বেগবান ও শক্তিশালী করার জন্য যা যা প্রয়োজন, সরকার তা করবে।’ 

সভায় আরও অংশ নেন অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, চ্যানেল আই-এর বার্তা প্রধান শাইখ সিরাজ, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, আমাদের নতুন সময়ের সম্পাদক নাইমুল ইসলাম খান প্রমুখ। 

/হাসনাত/এনই/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়