ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

রাজধানীর সড়কে মানুষ ও যানবাহনের চলাচল কম

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ১৬ এপ্রিল ২০২১  
রাজধানীর সড়কে মানুষ ও যানবাহনের চলাচল কম

রাজধানীর মতিঝিলে পুলিশের চেকপোস্ট

রাজধানীসহ দেশব্যাপী তৃতীয় দিনের মতো কঠোর লকডাউন চলছে। আজ শুক্রবার (১৬ এপ্রিল) রাজধানীর ব্যস্ততম সড়কগুলোতে মানুষ ও যানবাহনের চলাচল খুবই কম। অবশ্য জুমার নামাজের আগে-পরে অলিগলিতে মানুষের চলাচল কিছুটা বেড়েছিল। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস‌্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

মতিঝিল, গুলিস্তান, কাকরাইল, আরামবাগ, শাহবাগ, সায়েন্স ল‌্যাবরেটরি মোড়, কারওয়ানবাজার, মৎস‌্য ভবন মোড়, ফকিরাপুল, যাত্রাবাড়ী ও পুরান ঢাকার বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, অন‌্য দুই দিনের তুলনায় মানুষ ও যানবাহনের চলাচল কম। তবে রাস্তায় কিছু রিকশা, প্রাইভেটকার, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল, কাভার্ড ভ্যান চলাচল করছে। এসব এলাকায় প্রধান সড়কে কিছু দূর পর পর চেকপোস্ট বসিয়েছে পুলিশ। যারা চলাচল করছেন, তাদের মুভমেন্ট পাস আছে কি না, তা দেখা হচ্ছে।

মতিঝিল থানার এসআই শফিকুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘অন্য দিনের তুলনায় শুক্রবার সকাল থেকেই রাস্তায় মানুষের চলাচল কম। মানুষ যেন বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হয়, সে বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। মুভমেন্ট পাস না থাকলে যানবাহনগুলোকে ফিরিয়ে দেওয়া হচ্ছে।’

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘যাত্রাবাড়ী, কাজলা ও জনপথ মোড় এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। মানুষ ও যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করতেই এসব চেকপোস্ট।’

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়