ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইউনিয়ন পরিষদের বর্তমান জনপ্রতিনিধিরাই ত্রাণ দেবেন

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৪, ১৭ এপ্রিল ২০২১   আপডেট: ২১:৪৩, ১৭ এপ্রিল ২০২১
ইউনিয়ন পরিষদের বর্তমান জনপ্রতিনিধিরাই ত্রাণ দেবেন

যেসব ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত আছে, সেসব ইউপিতে নির্বাচন হওয়ার আগ পর্যন্ত বর্তমান চেয়ারম্যান-মেম্বাররা সরকারি ত্রাণ বিতরণসহ অন্যান্য কর্মকাণ্ড পরিচালনা করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শনিবার (১৭ এপ্রিল) রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এ তথ‌্য জানান।

করোনা সংক্রমণ প্রতিরোধ এবং উন্নয়ন কার্যক্রম বিষয়ে স্থানীয় সরকার বিভাগের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে ভার্চুয়াল মতবিনিময় সভা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে।

মন্ত্রী বলেন, ‘চলমান করোনা সংক্রমণ প্রকট আকার ধারণ করায় নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করেছে। নির্বাচন হওয়ার আগ পর্যন্ত বর্তমান চেয়ারম্যান এবং মেম্বাররা সব কর্মকাণ্ড চালিয়ে যাবেন।’

সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক (পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন ইউনিট), অতিরিক্ত সচিব, সব বিভাগের পরিচালক, জেলায় কর্মরত উপ-পরিচালক এবং জনপ্রতিনিধিরা অংশ নেন।

ঢাকা/আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়