ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাজারে-অলি-গলিতে মানুষের ভিড়, উপেক্ষিত স্বাস্থ্যবিধি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ১৮ এপ্রিল ২০২১   আপডেট: ১৪:৫১, ১৮ এপ্রিল ২০২১
বাজারে-অলি-গলিতে মানুষের ভিড়, উপেক্ষিত স্বাস্থ্যবিধি

চলমান লকডাউনের পঞ্চম দিন আজ রোববার (১৮ এপ্রিল)। খেটে খাওয়া মানুষ এই লকডাউনে কোনোভাবেই ঘরে থাকতে চাইছেন না। মিরপুরের বিভিন্ন অলিগলিতে কঠোর লকডাউন মানার কোনো দৃশ‌্য চোখে পড়েনি। এমনকি বেশিরভাগ মানুষকে স্বাস্থ‌্যবিধি উপেক্ষা করেও চলতে দেখা গেছে। 

রাজধানীর মিরপুর এলাকার ১, ২ ও ১০ নম্বর মিরপুর এলাকা ঘুরে দেখা গেছে, পুলিশের গাড়ির হর্নের শব্দ শুনলেই অলিগলিতে দৌড়ে পালাচ্ছে মানুষ।

মিরপুর-১ নম্বর কাঁচা বাজারে আসা কেউই স্বাস্থ্যবিধি মানছেন না। ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। এই বাজারের বিক্রেতা সাহীন হোসেন বলেন, ‘আমাদের বিকাল ৩টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি আছে। এর আগে পুলিশ কিছুই বলবে না। বিকাল ৩টার পর পুলিশ খুব সমস্যা করে। দোকান খোলা রাখলেই মিটার নিয়ে যায়।’ 

হামিদ বেপারী নামের এক ক্রেতা বলেন, ‘লকডাউনে সব বন্ধ থাকলেও খাওয়া বন্ধ করা যায় না। তাই ঝুঁকি নিয়ে বাজারে এসেছি। একসঙ্গে আগামী ১৫ দিনের বাজার করে নিয়ে যাবো।’ তিনি বলেন, ‘বাজারে গেলেই দেখা যায়, কিসের করোনা, কিসের লকডাউন। বাজারে কোনো স্বাস্থ্যবিধির বালাই নাই। বাজারে স্বাস্থ্যবিধি না থাকা আমাদের জন্য হুমকি।’

পুলিশের এসআই শফিকুল ইসলাম বলেন, ‘আমরা সাধ্যমতো চেষ্টা করছি। মানুষকে কোনোভাবেই ঘরে রাখা যাচ্ছে না। টহলের সময় কোনো মানুষ পাই না। কিন্তু টহল ছাড়া গেলে দেখা যায়, মানুষ আর মানুষ। লকডাউন সফল করতে হলে সবাইকে দায়িত্ব নিয়ে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।’

ঢাকা/হাসিবুল/এনই/ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়