ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এলপিজি সিলিন্ডারের দাম কমানোর দাবি বাসদের

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ১৮ এপ্রিল ২০২১  
এলপিজি সিলিন্ডারের দাম কমানোর দাবি বাসদের

লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম কমিয়ে পুনঃনির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
রোববার (১৮ এপ্রিল) বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

বিবৃতিতে  বাসদ বলে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণে ভোক্তা স্বার্থ রক্ষা না করে বেসরকারি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করেছে। গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণের জন্য সম্প্রতি বিইআরসি গণশুনানি করেছে। সেখানে ভোক্তা সংগঠন ক্যাবসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি যে সব অভিমত দিয়েছিল, জনস্বার্থ বিবেচনায় সেগুলো বিইআরসি’র সিদ্ধান্তে প্রতিফলিত হয়নি।

বিবৃতিতে তিনি বেসরকারি সিলিন্ডারের দাম কমিয়ে পুনঃনির্ধারণ করে খুচরা বাজারে তা কার্যকর করার দাবি জানিয়েছেন।

খালেকুজ্জামান বলেন, গণশুনানিতে বিইআরসি’র টেকনিক্যাল কমিটিও বেসরকারি ১২ কেজি সিলিন্ডারের দাম ৮৬৬ টাকা প্রস্তাব করেছিল, ক্যাবসহ অন্যরা যুক্তি ও তথ্য দিয়ে বলেছিল ১২ কেজি সিলিন্ডারের দাম কোনোভাবেই ৭৫০ থেকে ৮০০ টাকার বেশি হতে পারে না। অথচ দাম নির্ধারণ করা হলো ৯৭৫ টাকা। এমনকি ওই দামও খুচরা বাজারে কার্যকর নেই। অনেক বেশি দামে জনগণকে কিনতে হচ্ছে।

বিবৃতিতে অবিলম্বে এলপিজি সিলিন্ডারের দাম কমিয়ে সর্বোচ ৮০০ টাকা নির্ধারণ করে খুচরা বাজারে তা কার্যকর করার দাবি জানানো হয়। 

ঢাকা/মামুন/এনই/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়