ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিশেষ ফ্লাইটে সিঙ্গাপুরে গেলেন ১০৬ প্রবাসী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৯, ২০ এপ্রিল ২০২১  
বিশেষ ফ্লাইটে সিঙ্গাপুরে গেলেন ১০৬ প্রবাসী

ফাইল ফটো

১০৬ যাত্রী নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম বিশেষ ফ্লাইট।

বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানিয়েছেন, মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল ৮টা ১৩ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয় বিমানটি।

বাংলাদেশ বিমান সূত্র জানায়, বিমানের বিশেষ ফ্লাইট মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সিঙ্গাপুরে যাবে। দেশে আটকে পড়া প্রবাসী শ্রমিকরাই শুধু এসব ফ্লাইটের যাত্রী হতে পারবেন।

এদিকে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানিয়েছে, গতকাল সোমবার দেশে আটকে পড়া প্রায় সাড়ে ৩ হাজার কর্মী বিদেশে যেতে পেরেছেন। সোমবার রাত ৮টা পর্যন্ত গেছে মোট ১৬টি ফ্লাইট। এর মধ্যে সৌদি আরবে গেছে বাংলাদেশ বিমান ও সৌদিয়ার তিনটি করে ছয়টি ফ্লাইট।

প্রবাসী কর্মীদের কর্মস্থলে পাঠানোর জন্য গত শনিবার (১৭ এপ্রিল) থেকে শুরু হয় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ আন্তর্জাতিক ফ্লাইট। প্রথম দিন নানা জটিলতায় অর্ধেকের বেশি ফ্লাইট বাতিল হলেও গত দুই দিন কোনো বাতিল হয়নি বলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়