ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ঢাকায় পৌঁছালো মেট্রোরেলের প্রথম কোচ সেট

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৪, ২১ এপ্রিল ২০২১  
ঢাকায় পৌঁছালো মেট্রোরেলের প্রথম কোচ সেট

নির্ধারিত সময়ের দু'দিন আগেই ঢাকায় এসে পৌঁছালো মেট্রো রেলের প্রথম কোচের সেট।  বুধবার (২১ এপ্রিল) দুপুরে একটি বিশেষ কার্গোতে করে তুরাগ নদীর তীরে নবনির্মিত ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জেটিতে আনা হয় রেলটি।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, ৪ মার্চ বাংলাদেশ সময় বিকাল তিনটা ও জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় কোবে বন্দর থেকে জাহাজযোগে ঢাকার পথে মেট্রো টেনের কোচগুলোর যাত্রা শুরু হয়েছে। এরপর গত ৩১ মার্চ মোংলা বন্দরে এসে পৌঁছায়। সেখান থেকে ১৬  এপ্রিল ঢাকার উদ্দেশে রওনা দেয়। পাঁচ দিন চলার পর বৃহস্পতিবার রাজধানীর দিয়াবাড়িতে এসে পৌঁছায়। দিয়াবাড়ির গোল চত্বরের উত্তর দিকের ডিএমটিসিএল'র ডিপোতে রাখা হবে মেট্রো ট্রেনের কোচগুলো।

জানা গেছে, দুই পাশে দু'টি ইঞ্জিন আর চারটি কোচের সমন্বয়ে ট্রেনের সেটগুলো তৈরি হচ্ছে জাপানে। এরই মধ্যে প্রস্তুত হয়েছে পাঁচ সেট ট্রেন, যার প্রথমটি দেশে এসে পৌঁছালো। জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম নামে একটি প্রতিষ্ঠান মেট্রো ট্রেনের কোচগুলো সরবরাহ করছে। 

ঢাকা/হাসান/এনই/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়