ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

করোনায় কর্মহীনদের জন‌্য বরাদ্দ ৫৭৪ কোটি টাকা 

জ‌্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪০, ২৫ এপ্রিল ২০২১   আপডেট: ১৫:৫২, ২৫ এপ্রিল ২০২১
করোনায় কর্মহীনদের জন‌্য বরাদ্দ ৫৭৪ কোটি টাকা 

করোনার দ্বিতীয় ঢেউয়ে লকডাউনের কারণে কর্মহীন মানুষের সহায়তায় সরকার ৫৭৪ কোটি ৯ লাখ ২৭ হাজার টাকা বরাদ্দ দিয়েছে। এতে প্রায় এক কোটি ২৪ লাখ পরিবার উপকৃত হবে। রোববার (২৫ এপ্রিল) মন্ত্রণালয়ে আয়োজিত ‘ক‌রোনাকা‌লে সরকা‌রের ত্রাণ বরাদ্দ ও বিতরণ’ বিষ‌য়ে সংবাদ স‌ম্মেল‌নে এই তথ‌্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। 

প্রতিমন্ত্রী বলেন, ‘করোনার কারণে বাংলাদেশে চলাচল সীমিতকরণের নির্দেশনার পরিপ্রেক্ষিতে প্রান্তিক জনগোষ্ঠীসহ সারাদেশের কর্মহীন হয়ে পড়া মানুষজনের জন্য সরকার  গত বছর বিপুল পরিমাণ খাদ্য সামগ্রীসহ বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা দিয়েছিল। এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কর্মহীন মানুষের মানবিক সহায়তায়  সরকার ৫৭৪ কোটি ৯ লাখ ২৭ হাজার টাকা বরাদ্দ দিয়েছে।’

ডা. মো. এনামুর রহমান বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে সম্প্রতি দেশের সব সিটি করপোরেশনের অনুকূলে শিশু খাদ্য কেনার জন্য আরও টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।  এসব অর্থের মাধ্যমে শিশু খাদ্য কিনে তা বিতরণ করা হবে।’ '

প্রতিমন্ত্রী বলেন, ‘জিআর ক্যাশ দিয়েছি ১২১ কোটি টাকা, ভিজিএফ দিয়েছি ৪৭২ কোটি টাকা। বড় সিটি করপোরেশনগুলোকে ৫৭ লাখ টাকা করে, ছোট সিটি করপোরেশনগুলো ৩২ লাখ টাকা করে দিয়েছি। পৌরসভায় ও ইউনিয়ন পরিষদগুলোতেও টাকা দেওয়া হয়েছে।’তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী সম্প্রতি কর্মহীন মানুষকে আর্থিক সহায়তায় ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রায় ৩৫ লাখ পরিবারকে ২ হাজার ৫০০ টাকা হারে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যামে সরাসরি প্রান্তিক জনগষ্ঠীর মাঝে বিতরণ করা হবে। এছাড়া, হিট শকে ক্ষতিগ্রস্ত এক লাখ কৃষক পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।’

এনামুর হমান আরও বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিতরণের জন্য সাড়ে ৭ কোটি টাকার প্যাকেটজাত খাবার কেনা হয়েছে। প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, লবণ, চিনি, নুডুলস চিড়া রয়েছে। ১০ কেজি চালসহ প্রতিটি প্যাকেটের মধ্যে প্রায় ১৭ কেজি ওজনের খাদ্য সামগ্রী থাকবে, যা দিয়ে একটি পরিবারের প্রায় এক সপ্তাহ চলবে বলে আশা করা যায়। আরও ১০ কোটি টাকার খাদ্য সামগ্রী কেনা হবে।’

প্রতিমন্ত্রী ব‌লেন, ‘প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মাঝে বিতরণের জন্য ৪০ কোটি টাকার ঢেউটিন কেনা হবে শিগগিরই। টিআর-কাবিখা খাতে ৩য় কিস্তিতে ৯৭৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর বাস্তবায়ন কার্যক্রম চলমান থাকায় কর্মহীন মানুষ এ কাজে অংশ নিতে পারবে। ’

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণাল‌য়ের স‌চিব মো. মহ‌সিন উপ‌স্থিত ছি‌লেন। 

/নঈমুদ্দীন/এনই/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়