ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

করোনায় আরও ২ হাজার সাংবাদিক পাবেন অর্থ সহায়তা

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৯, ২৫ এপ্রিল ২০২১  
করোনায় আরও ২ হাজার সাংবাদিক পাবেন অর্থ সহায়তা

করোনাকালে চাকরি হারানো আরও ২ হাজার সাংবাদিককে ১০ হাজার টাকা করে অর্থ দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

রোববার (২৫ এপ্রিল) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জরুরি বৈঠক শেষে তিনি এ তথ‌্য জানান।

এ সময় প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কাশেম হুমায়ুন প্রমুখ উপস্থিত ছিলেন। 

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের মধ্যে যখন লকডাউন চলছে, তখন সাংবাদিকদের সহায়তা করতে জরুরি সভা করলাম। আপাত ২ হাজার সাংবাদিককে ২ কোটি টাকা সহায়তা দেবো। প্রত্যেককে ১০ হাজার করে টাকা দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘চলতি অর্থবছরে আরও ২০০ সাংবাদিককে ৫০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে। ইতোমধ্য ৪০ জনকে সে সহায়তা দেওয়া হয়েছে। এর বাইরেও এই অর্থবছরে আরও সাংবাদিককে কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।’

করোনাকালে সাংবাদিকদের চাকরিচ্যুতি বিষয়ে মন্ত্রী বলেন, ‘করোনাকালে চাকরিচ্যুত করা অত্যন্ত দুঃখজনক। আমি জানি, অন্য ব্যবসা প্রতিষ্ঠানের মতো সংবাদ মাধ্যমগুলো নানা সমস্যার সম্মুখীন। বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার অনুরোধ করেছিলাম। কিন্তু অনেক ক্ষেত্রে সেটি অনুসরণ করা হয়নি। আমরা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছি। আশা করব, যাদের চাকরিচ্যুত করা হয়েছে, তাদের পুনর্বহাল করা হবে।’

ঢাকা/আসাদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়