ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

করোনা মোকাবিলায় সহযোগিতা জোরদারের আশ্বাস রাশিয়ার

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০১, ২৮ এপ্রিল ২০২১  
করোনা মোকাবিলায় সহযোগিতা জোরদারের আশ্বাস রাশিয়ার

করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে দুই দেশের (বাংলাদেশ-রাশিয়া) মধ্যে গঠনমূলক সহযোগিতা জোরদার হবে বলে জানিয়েছে রাশিয়া।

বুধবার (২৮ এপ্রিল) ঢাকাস্থ রাশিয়া দূতাবাস এক বার্তায় এ কথা বলেছে।

রুশ দূতাবাস জানায়, বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ঔষধ প্রশাসন অধিদপ্তর ‘স্পুটনিক-ভি’ জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। এর মধ্যে রাশিয়ার ভ্যাকসিনের উচ্চ কার্যকারিতা ও সুরক্ষা প্রদর্শিত হয়েছে।

বার্তায় বলা হয়, এই পদক্ষেপ (টিকার অনুমোদন) করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াইয়ে দুই দেশের মধ্যে গঠনমূলক সহযোগিতা জোরদার হবে। রাশিয়ার ভ্যাকসিন ব্যবহারের অনুমোদনে বাংলাদেশ ৬২তম দেশ বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার বাংলাদেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর ‘স্পুটনিক-ভি’ জরুরি ব্যবহারের বিশেষ অনুমোদন দিয়েছে।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুমোদন দিলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও সুইজারল্যান্ড এ সাত দেশে ব্যবহারের অনুমোদন থাকলে সেসব ওষুধ, টিকা বা চিকিৎসা সামগ্রী বাংলাদেশে অনুমোদন দেওয়া হয়। ধরে নেওয়া হয় বৈজ্ঞানিকভাবে কার্যকর ও নিরাপদ বলেই এসব ওষুধ ও টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওই দেশগুলো অনুমোদন দেয়।

কিন্তু রাশিয়ার টিকাটি ওসব দেশ বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন এখনও পায়নি।  সে কারণে টিকার বিশেষ অনুমোদন দরকার ছিল।

হাসান/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়