ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

লিবিয়ায় আটকেপড়া ১৬০ জন দেশে ফিরেছেন

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ৫ মে ২০২১   আপডেট: ১৩:২৭, ৬ মে ২০২১
লিবিয়ায় আটকেপড়া ১৬০ জন দেশে ফিরেছেন

মহামারি করোনাভাইরাস ও চলমান সংঘাতে লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজীসহ পূর্বাঞ্চলীয় শহরগুলোয় আটকেপড়া ১৬০ জন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরেছেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। বুধবার (৫ মে) সকালে সংস্থাটির ভাড়া করা বুরাক এয়ারের ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।

একই ফ্লাইটে লিবিয়ায় মারা যাওয়া এক বাংলাদেশির লাশও আনা হয়েছে।

করোনা পরবর্তী পরিস্থিতিতে লিবিয়ায় আটকেপড়া অভিবাসীদের মধ্যে  আইওএমের সহায়তায় এ পর্যন্ত নয়টি ফ্লাইটে ১ হাজার ৩৭৯ জনকে দেশে ফেরত আনা হলো। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (৪ মে) প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ফ্লাইটটি লিবিয়ার বেনগাজী বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। দেশে পৌঁছানোর পর বিমানবন্দরে তাদের স্বাস্থ্য পরীক্ষাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। তারা সকলে স্বেচ্ছায় দেশে ফেরত এসেছেন। তাদের মধ্যে নয়জন অসুস্থ এবং সাতজন হেপাটাইটিস বি–তে আক্রান্ত। 

লিবিয়া থেকে কোনো আন্তর্জাতিক ফ্লাইট চালু না থাকায় প্রবাসী বাংলাদেশিরা ফিরতে পারছেন না। এ অবস্থায় সরকারের পক্ষ থেকে আইওএমের সহায়তায় তাদের পর্যায়ক্রমে ফিরিয়ে আনা হচ্ছে। 

হাসান/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়