ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কর্মহীনদের পাশে আহলে সুন্নাত, নগদ অর্থ সহায়তা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৪, ৫ মে ২০২১  
কর্মহীনদের পাশে আহলে সুন্নাত, নগদ অর্থ সহায়তা

করোনায় কর্মহীন অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে অরাজনৈতিক সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামা’আত।

বুধবার (৫ মে) বিকালে রাজধানীর মোহাম্মদপুরে প্রায় শতাধিক কর্মহীন নারী পুরুষের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। 

করোভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে আহলে সুন্নাত ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলার যৌথভাবে গঠিত

মানিবক সহায়তা তহবিল থেকে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী মহাসচিব মুফতি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক। 

আহলে সুন্নাতের ঢাকা মহানগর উত্তর সভাপতি ড. আল্লামা হাফেয মুহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মাহমুদুল হাসান আলকাদেরী, উত্তরের সহসভাপতি আলহাজ্ব মুহাম্মদ ইকবাল, দক্ষিণের সহসাধারণ সম্পাদক ড. মাওলানা মুহাম্মদ নাছির উদ্দীন নঈমী, দক্ষিণের দপ্তর সম্পাদক খন্দকার মুহাম্মদ মোবারক হোসাইন প্রমুখ।

এসময় আহলে সুন্নাত নেতারা বলেন, ‘বৈশ্বিক চরম মহামারী করোনা ভাইরাসের প্রভাবে স্থবির পুরো বিশ্ব, চারিদিকে মৃত্যুর মিছিল, বেড়েছে মানুষের হাহাকার। কেউ বেঁচে থাকার জন্য খুঁজছে আশ্রয় আবার কেউ খুঁজছে সাহায্য। কারণ এই মহামারী মানুষকে গৃহবন্দী করেছে। কর্মব্যস্ত মানুষকে করেছে বেকার। দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষ পড়েছে বেকায়দায়। এ অবস্থায় দেশের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।’

ঢাকা/নঈমুদ্দীন/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়