ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জরুরি পরিষেবা হিসেবে চালু হচ্ছে ভিএফএস গ্লোবাল

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৮, ৬ মে ২০২১  
জরুরি পরিষেবা হিসেবে চালু হচ্ছে ভিএফএস গ্লোবাল

বর্ধিত লকডাউনের মধ্যেই জরুরি পরিষেবা হিসেবে বাংলাদেশে ভিএফএস গ্লোবাল সেবা পুনরায় চালু হচ্ছে। 

আগামী রোববার অথবা সোমবার এ সংস্থা কার্যক্রম শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (৬ মে) পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে ভিএফএস গ্লোবাল কার্যক্রমকে জরুরি পরিষেবা হিসেবে বিবেচনা করে স্বাস্থ্যবিধি প্রতিপালনপূর্বক অনতিবিলম্বে চালু রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।  আগামী রোববার বা সোমবার এ সংস্থা কার্যক্রম শুরু করবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশে যুক্তরাজ্য, কানাডা, আয়ারল্যান্ড, সিঙ্গাপুর, ইতালি প্রভৃতি দেশ ভিএফএস গ্লোবালের মাধ্যমে ভিসা সেবা দিয়ে থাকে। তবে করোনাকালে এ সেবা বন্ধ ছিল।

হাসান/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়