ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

জনতা ব্যাংক অফিসারদের উদ্যোগে অসহায় ও কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৪, ৮ মে ২০২১  
জনতা ব্যাংক অফিসারদের উদ্যোগে অসহায় ও কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ

মহামারি করোনা সংক্রমণের এই পরিস্থিতিতে অসহায় ও কর্মহীন ২৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জনতা ব্যাংক অফিসাররা।

সম্প্রতি খুলনার ফুলতলা উপজেলার ৩ ইউনিয়নের কর্মহীন অসহায় পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

জনতা ব্যাংকের স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সাধারণ সম্পাদক আশরাফ উল আলম ব্যাকুল ও সংগঠনের নেতারা এসময় উপস্থিত ছিলেন। খুলনার বিভাগীয় কার্যালয়ের মহাব‌্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী এ কার্যক্রমের উদ্বোধন করেন। 

এ সময় প্রত‌্যেককে ৫ কেজি চাল, আটা ১ কেজি, চিনি ১ কেজি, লবণ ১ কেজি, ডাল ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, পেয়াজ ১ কেজি, আলু ১ কেজি, সেমাই ১ প্যাকেট ও ১টি করে সাবান দেওয়া হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্যোক্তা, জনতা ব্যাংকের এমডি ও সিইও মো. আব্দুছ ছালাম আজাদ ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে এ কার্যক্রমে যুক্ত হন। এ সময় তিনি বলেন, ‘যতদিন এই মহামামারি থাকবে ততদিন বিভিন্ন জেলায় জনতা ব্যাংকের পক্ষ হতে ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।’ 

স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সাধারণ সম্পাদক আশরাফ উল আলম ব্যাকুল বলেন, ‘বঙ্গবন্ধুর ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মাণের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আমরা তার স্বপ্ন সারথী হিসাবে অসহায় ও দুস্থ মানুষদের পাশে থাকার চেষ্টা করছি।’ 

ঢাকা/এমএ/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়