ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গার্মেন্টসে ছুটি ৩ দিন: শ্রম প্রতিমন্ত্রী

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৩, ৯ মে ২০২১   আপডেট: ১৬:৫৬, ৯ মে ২০২১
গার্মেন্টসে ছুটি ৩ দিন: শ্রম প্রতিমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান (ফাইল ফটো)

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, ‘ঈদে সরকারি ছুটি তিন দিন। গার্মেন্টসেও ছুটি তিন দিন থাকবে। এর বেশি ছুটি দেওয়ার এখতিয়ার নেই। সরকার নির্ধারিত তিন দিনের বেশি ছুটি কাউকে দেওয়া হলেও তাকে অবশ্যই কর্মস্থলে থাকতে হবে। কোনোভাবেই কর্মস্থল ত্যাগ করা যাবে না।’

রোববার (৯ মে) রাজধানীর শ্রম ভবনে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) সভায় তিনি এসব কথা বলেন।

পোশাক শ্রমিক নেতারা ঈদের ছুটি বাড়ানোর দাবি জানালে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী তা নাকচ করে দিয়ে বলেন, ‘ঈদের ছুটি তিন দিনের বেশি দেওয়ার এখতিয়ার নেই। ঈদে যেসব গার্মেন্টস খোলা থাকবে, সেখানে শ্রমিকদের ওভারটাইম করানো যাবে না। ঈদের পরে এসব শ্রমিককে ছুটি দিতে হবে।’

মন্নুজান সুফিয়ান বলেন, ‘সরকারি ছুটি তিন দিন নির্ধারণ করা হয়েছে। এর বাইরে অনেক গার্মেন্টেস পাঁচ থেকে সাত দিন ছুটি দিয়েছে। ছুটি যে কয়দিনই হোক, সবাইকে কর্মস্থলে থাকতে হবে।’

আসাদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়