ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঈদের আগে আর ভারত থেকে নতুন এনওসি ইস্যু হবে না

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৯, ৯ মে ২০২১  
ঈদের আগে আর ভারত থেকে নতুন এনওসি ইস্যু হবে না

ভারতে অবস্থিত সব বাংলাদেশ মিশন থেকে ঈদের আগে দেশে ফেরার জন্য কোনো অনাপত্তিপত্র (এনওসি) ইস্যু করা হবে না।

রোববার (৯ মে) কলকাতাস্থ বাংলাদেশের ডেপুটি হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

ডেপুটি হাইকমিশন জানায়, অপ্রতুল কোয়ারেন্টিন অবকাঠামো ও আনুষঙ্গিক দিক বিবেচনা করে ঈদ পর্যন্ত আর কোনো এনওসি ইস্যু করা হবে না।

ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বেড়েছে। সে অনুযায়ী ১০ মে থেকে ২৩ মে সীমান্ত বন্ধ থাকবে। তবে বাংলাদেশি নাগরিকরা যারা এরই মধ্যেই এনওসি নিয়েছেন, তারা বেনাপোল, বুড়িমারী ও আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরতে পারবেন।

ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় দেশটির সঙ্গে গত ২৬ এপ্রিল থেকে ৯ মে প্রথম দফায় সব স্থল সীমান্ত বন্ধ ঘোষণা করে সরকার। করোনা প্রকোপ অব্যাহত থাকায় আরও ১৪ দিন সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে।

প্রথম দফায় সীমান্ত বন্ধ থাকলেও ভারতে চিকিৎসার জন্য অবস্থান করা বাংলাদেশি নাগরিক, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে আসছে, তারা এনওসি নিয়ে ফিরতে পারতেন। তবে এখন ঈদের আগ পর্যন্ত আর কোনো এনওসি ইস্যু করা হবে না।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়