ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

যুক্তরাষ্ট্র-ভারত থেকে ভ্যাকসিন আনার চেষ্টা অব্যাহত রাখার সুপারিশ

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩১, ৯ মে ২০২১  
যুক্তরাষ্ট্র-ভারত থেকে ভ্যাকসিন আনার চেষ্টা অব্যাহত রাখার সুপারিশ

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

যুক্তরাষ্ট্র ও ভারত থেকে করোনাভাইরাসের ভ্যাকসিন আনার চেষ্টা অব্যাহত রাখার সুপারিশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এছাড়া, চীনের সিনোফার্ম উদ্ভাবিত করোনা ভ্যাকসিন পাওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখার সুপারিশ করা হয়েছে। 

রোববার (৯ মে) জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়।

মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, নুরুল ইসলাম নাহিদ, মো. আব্দুল মজিদ খান, মো. হাবিবে মিল্লাত ও কাজী নাবিল আহমেদ।

মে মাসের শেষ সপ্তাহের মধ্যে ভাষানচরে রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে পরিদর্শনের ব্যবস্থা করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি।

সংসদীয় কমিটি ইরাকের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং দেশটিতে কর্মরত বাংলাদেশিদের সব ধরনের সহযোগিতা করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করে।

করোনা পরিস্থিতিতে বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ রাখার জন্যও বৈঠকে সুপারিশ করা হয়।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ইরাকের নবনিযুক্ত রাষ্ট্রদূত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়