ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

টঙ্গীতে আহত ৮ পোশাক শ্রমিক ঢামেকে ভর্তি

মেডিক্যাল প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৭, ১০ মে ২০২১   আপডেট: ১৫:৩৩, ১০ মে ২০২১
টঙ্গীতে আহত ৮ পোশাক শ্রমিক ঢামেকে ভর্তি

টঙ্গীর মিলগেট এলাকায় একটি পোশাক কারখানায় ঈদের ছুটির দাবিতে আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় ৮ পোশাক শ্রমিক রাবার বুলেট বিদ্ধ হন। 

সোমবার (১০ মে) বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে।   গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দুপুর সোয়া একটার দিকে নিয়ে আসা হয়েছে।  

আহত শ্রমিক মিজানুর রহমান বলেন, আমাদের এক পোশাক শ্রমিক ভিতরে গিয়ে মালিকপক্ষের সাথে কথা বলে। আমরা ১০ দিনের ছুটি চাই।  মালিকের পক্ষ থেকে ৭ দিনের ছুটি মঞ্জুর করা হয়। তাদের মধ্যে এই নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ আসে।  পরে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ হয়। 

আহতদের স্থানীয় একটি হাসপাতাল প্রাথমিক চিকিৎসা দিয়ে, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইমারজেন্সিতে পাঠানো হয়। 

আহতরা হলেন মিজানুর রহমান, হাসান, রুবেল, জাহিদ হোসেন, রনি, মামুন, সোহেল ও রুবেল হোসেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, টঙ্গী মিলগেট এলাকা থেকে রাবার বুলেট বিদ্ধ হয়ে ৮ জন ঢাকা মেডিক্যালে ইমারজেন্সি চিকিৎসাধীন রয়েছে।  বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবগত করা হয়েছে।

বুলবুল/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়