ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চীন থেকে ৫ কোটি টিকা কিনতে চায় বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ১১ মে ২০২১   আপডেট: ১৫:১৮, ১১ মে ২০২১
চীন থেকে ৫ কোটি টিকা কিনতে চায় বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

চীন থেকে প্রাথমিকভাবে বাংলাদেশ সরকার ৪ থেকে ৫ কোটি ডোজ করোনার টিকা কিনতে চায় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (১১ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালকে করোনা সামগ্রী উপহার দেওয়ার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে ভ্যাকসিন ট্রায়ালের খরচ আমাদেরকে দিতে বলেছিল চীন, যেটা পৃথিবীতে বিরল।  কিন্তু তখনই বাংলাদেশ জানিয়ে রেখেছিল পরবর্তী সময়ে তাদের থেকে টিকা কেনা হবে।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং স্বাস্থ্য ও সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের পররাষ্ট্র নীতি আমরাই ঠিক করবো। চীনা রাষ্ট্রদূত কি বললো সেটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না।

এদিকে, গতকাল এক অনুষ্ঠান চীনের টিকা ডিসেম্বরের আগে আনার পরিকল্পনা রয়েছে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী।

হাসান/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়