ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আজ পৌঁছাবে চীনের টিকা, হস্তান্তর দুপুরে

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫৫, ১২ মে ২০২১   আপডেট: ০৮:০৫, ১২ মে ২০২১
আজ পৌঁছাবে চীনের টিকা, হস্তান্তর দুপুরে

বাংলাদেশকে উপহার হিসেবে নিজেদের তৈরি মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার ৫ লাখ ডোজ দিচ্ছে চীন। এরইমধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর পরিবহন বিমানযোগে এসব টিকা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। বুধবার ঢাকায় এসে পোঁছাবে টিকা বহনকারী বিমানটি।

মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার চীনা দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুকে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানিয়েছে, সফলভাবে সিনোফার্ম কোম্পানির উৎপাদিত করোনা টিকা বিমানে তোলা হয়েছে।

বিমানটি চীনের বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বুধবার দুপুরে এসব টিকা বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হবে। এ উপলক্ষ্যে বুধবার সোয়া ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় টিকা হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন উপস্থিত থাকবেন।

এর আগে টিকা আনতে বিমান বাহিনীর একটি বিমান চীনে যায়। বিমানটি মঙ্গলবার (১১ মে) বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

প্রসঙ্গত, ভারতে করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় দেশটি টিকা রপ্তানি বন্ধ করে দেয়। ফলে বাংলাদেশের কেনা বাকি ২ কোটি ৩০ লাখ ডোজ টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে রাশিয়ার ‘স্পুটনিক-ভি’ এবং চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয়া হয়।

এরই মধ্যে চীনের কয়েকটি টিকার মধ্যে বাংলাদেশ শুধু সিনোফার্মের টিকার জরুরি অনুমোদন দিয়েছে। এরপর বাণিজ্যিকভাবে চীনা টিকা পেতে বাংলাদেশ ৩০ এপ্রিল প্রস্তাব দেয়।

হাসান/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়