ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চীনের ৫ লাখ করোনার টিকা হস্তান্তর

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৫, ১২ মে ২০২১   আপডেট: ১৪:২৩, ১২ মে ২০২১
চীনের ৫ লাখ করোনার টিকা হস্তান্তর

চীনের উপহারের ৫ লাখ ডোজ টিকা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। 

বুধবার (১২ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে এসব টিকা হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চীনের সিনোফার্মের টিকা পেতে দেরি হলে কাউকে দোষারোপের সুযোগ নেই। তবে এ টিকার যৌথ উৎপাদনে গেলে বাংলাদেশ ও চীন উভয়পক্ষই লাভবান হবে।’

তিনি বলেন, ‘সিনোফার্মের টিকা বিশ্বস্বাস্থ্য সংস্থা অনুমোদন না দেয়ায় প্রথম দিকে আমরাও আনতে খুব বেশি আগ্রহী ছিলাম না। আমাদের বিশেষজ্ঞরাও এমন নির্দেশনা দিয়েছিলেন। তবে এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিনোফার্মের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। আমরাও এখন টিকা আনতে চাই।’

তিনি বলেন, ‘চীনা টিকার যৌথ উৎপাদন হতে পারে। আর তা হলে উভয়পক্ষই লাভবান হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আরও টিকা পেতে চীন সরকারের সঙ্গে আলোচনা চলছে। ভ্যাকসিন আমরা পাব। সেই প্রক্রিয়া নিয়ে আমরা এগোচ্ছি। সিনাফার্মের টিকা চীনসহ বিভিন্ন দেশে ব্যবহার করা হচ্ছে। এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ টিকার অনুমোদন দিয়েছে। আমরা আশা করি, এই টিকাটি আরও বেশি করে আমাদের দেশে আনতে পারব।’

মন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি নিজেকে সুরক্ষিত রাখতে টিকা নে্রয়া একটি অন্যতম পন্থা। তবে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই ।’ 

এর আগে বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ জে বিমান বুধবার ভোরে সিনোফার্ম উদ্ভাবিত টিকা ও এডি সিরিঞ্জ নিয়ে ঢাকার কুর্মিটোলায় বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটিতে অবতরণ করে।

প্রসঙ্গত, ভারতে করোনা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় দেশটি টিকা রপ্তানি বন্ধ করে দেয়। ফলে বাংলাদেশের কেনা বাকি ২ কোটি ৩০ লাখ ডোজ টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে রাশিয়ার ‘স্পুটনিক-ভি’ এবং চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়।

এরই মধ্যে চীনের কয়েকটি টিকার মধ্যে বাংলাদেশ শুধু সিনোফার্মের টিকার জরুরি অনুমোদন দিয়েছে। এরপর বাণিজ্যিকভাবে চীনা টিকা পেতে বাংলাদেশ ৩০ এপ্রিল প্রস্তাব দেয়।

ঢাকা/হাসান/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়