ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সচিবালয়ে ব্যস্ত সময় কাটছে

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৬, ১২ মে ২০২১  
সচিবালয়ে ব্যস্ত সময় কাটছে

ঈদুল ফিতরের ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৩ মে) থেকে। বুধবার (১২ মে) হচ্ছে শেষ কর্মদিবস।

এদিন সচিবালয় ঘুরে দেখা গেছে, শেষ কর্মদিবসে অনেক মন্ত্রণালয় ও বিভাগের কোনো না কোনো দপ্তর খোলা রয়েছে।  অফিসে বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।  তবে সচিবালয়ে গাড়ির আনাগোনা ছিল অনেকটাই স্বাভাবিক।

যারা অফিস করতে এসেছেন, তারা শেষ সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন।  সামাজিক দূরত্ব বজায় রেখে কথা বলছেন। তবে আগের মতো কোলাকুলি, হাত মিলাচ্ছেন না কেউ। 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ শাখার পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ বলেন, আজ দুপুরে বিটিভি অ্যাপস উদ্বোধন শেষে মন্ত্রী মহোদয় সংবাদ সম্মেলন বিভিন্ন বিষয়ে কথা বলবেন।  এজন্য অনেক কর্মকর্তা উপস্থিত আছেন। এছাড়া সচিবালয়ে পিআইডিসহ জরুরি বিভাগ খোলা আছে। 

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে চলমান বিধিনিষেধ (লকডাউন) বহাল থাকবে আগামী ১৬ মে পর্যন্ত।

আসাদ/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়