ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফিলিস্তিনের জন্য ঢাকা চেম্বারের প্রতিবাদী ঈদকার্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ১৩ মে ২০২১  
ফিলিস্তিনের জন্য ঢাকা চেম্বারের প্রতিবাদী ঈদকার্ড

গাজায় দখলদার ইসরায়েলি হামলার প্রতিবাদে ক্ষতিগ্রস্ত ও অসহায় ফিলিস্তিনিদের জন্য ঈদকার্ড প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই)।

ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঈদকার্ডটি বুধবার (১২ মে) রাত ১১টার পর প্রকাশ করেন।

এর মন্তব্যে তিনি বলেন, যারা কেবল এই সাম্প্রতিক মহামারী নয়, কয়েক দশক ধরে তাদের অধিকারের জন্য লড়াই করছেন, তাদের জন্য এই ঈদ আগামীর উজ্জ্বল কল্যাণ বয়ে আনুক। 

ঈদকার্ডে ফিলিস্তিনি মুসলমান ও সারা বিশ্বের অসহায় ও নির্যাতিত মুসলমানের জন্য প্রার্থনা করা হয়।  যা হলো- হে আল্লা, ফিলিস্তিন এবং যেসব স্থানে মুসলিমরা সমস্যা ও সংকটে রয়েছেন, হে প্রভু আপনার মহিমা এবং অনুগ্রহে তা সমাধান করে দিন। 

খবরে জানা যাচ্ছে, পবিত্র ভূমি জেরুজালেমের আল-আকসা মসজিদ এলাকায় নামাজ আদায়কে কেন্দ্র করে গত সোমবার ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সংঘর্ষের পর ফিলিস্তিন-ইসরায়েল দুই পক্ষের মধ্যে সংঘাত শুরু হয়। পরিস্থিতি এখন যুদ্ধাবস্থা বিরাজ করছে। 

শিশির/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়