ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কূটনীতিকদের ঈদের শুভেচ্ছা

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ১৪ মে ২০২১  
কূটনীতিকদের ঈদের শুভেচ্ছা

করোনা মহামারির মধ্যেও বিপুল উদ্দীপনা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিক ও মিশনপ্রধানরা।

এরই মধ্যে শুভেচ্ছা জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং, ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী, ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকশনসহ ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত।

ঈদুল ফিতর উপলক্ষে এক ভিডিও বার্তায় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন বলেন, ‘আমরা জানি, এবারের রমজান সারা পৃথিবীর মুসলমানদের জন্য একটি কঠিন রমজান।’

তিনি বলেন, ‘আসুন, আমরা একটি প্রশান্তিময়, স্বাস্থ্যকর ও উন্নত বিশ্ব গড়তে এ ঈদের সময়টাকে শান্তির প্রতিচ্ছবি, কৃতজ্ঞতা জ্ঞাপন, সহানুভূতি এবং উদারতার সঙ্গে উদযাপন করি।’

বিক্রম দোরাইস্বামী টুইটারে লিখেছেন, ‘মহামারিতে বিপর্যস্ত বিশ্বে মুক্তির লক্ষ্যে আরও অনেক কিছু করা প্রয়োজন। এই শুভক্ষণে ক্ষমা, ভ্রাতৃত্ব এবং বন্ধুত্বের চেতনা আমাদের অনুপ্রাণিত করে। বাংলাদেশের সব বন্ধুকে উষ্ণ শুভেচ্ছা।’

চীনা রাষ্ট্রদূত লি জিমিং তার ভিডিও বার্তায় বলেন, ‘২০২০ সালে আমি প্রথম ঢাকায় ঈদুল ফিতর উদযাপন করেছিলাম। তখনও করোনা মহামারি ছিল।’

তিনি বলেন, ‘এবারের ঈদুল ফিতরের উপহার হিসেবে এরই মধ্যে চীন থেকে ৫ লাখ ডোজ করোনার টিকা বাংলাদেশে এসে পৌঁছেছে।

চীনা সরকার ও নাগরিকদের পক্ষ থেকে মুসলিমপ্রধান বাংলাদেশের এই আনন্দ উৎসবে আন্তরিক অভিনন্দন জানান তিনি।

ঢাকা/হাসান/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়