ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঈদে ফাঁকা রাস্তা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ১৪ মে ২০২১  
ঈদে ফাঁকা রাস্তা

মহামারি করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেও ঈদের ছুটিতে ঢাকা নগরীতে বসবাসকারী জনসংখ্যার বিপুলসংখ্যক মানুষ গ্রামে চলে গেছে। এ কারণে ঢাকা এখন ফাঁকা। কিছু গণপরিবহন চলাচল করতে দেখা যাচ্ছে ফাঁকা রাস্তায়।

শুক্রবার (১৪ মে) রাজধানীর মিরপুর ১, ২ ও ১০, শ্যামলী, কল্যাণপুর, আসাদগেট, ধানমন্ডি বিজয়সরণী এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

এসব এলাকা ঘুরে দেখা গেছে, যারা নিয়মিত বিভিন্ন রাস্তা অতিক্রম করেন তাদের অনেকেই ফাঁকা ঢাকার পরিস্থিতি দেখে অবাক হয়ে পড়ছেন। যারা প্রতিনিয়ত যাতায়াত করেন তারা ঢাকার এ অবস্থা উপভোগ করছেন।

বিপুলসংখ্যক মানুষ ঢাকা ত্যাগের কারণে রাজধানীর রাস্তাঘাট যেন ফাঁকা খেলার মাঠ। রাজধানীর ব্যস্ততম পল্টন মোড়, গুলিস্তান, মতিঝিল, কাকরাইল এমনকি মৌচাকেও চিরচেনা যানজট নেই।

ঈদের নামাজের পর ফুটপাথে ও কিছু বিপণিবিতানে ক্রেতাদের সামান্য ভিড় লক্ষ্য করা গেছে। মূলত যারা ঢাকায় ঈদ করছেন তারাই এখনও কেনাকাটায় ব্যস্ত। এছাড়া অনেকে ঈদের আগে কেনাকাটার সময় পাননি, তারাও এখন সময় পেয়ে কেনাকাটা করছেন।

এছাড়া রাজধানীর অধিকাংশ সড়কে দেখা গেছে, রিকশা, সিএনজি ও বাইকের দৌরাত্ব। নামাজ শেষে বাইকে করে অনেকেই ফাঁকা রাস্তায় বাইক চালিয়ে ঈদ উৎসব করছেন। বন্ধুরা মিলে রাস্তায় ঘোরাঘুরি করছেন। তারা বলছেন, ‌‌এমন রাস্তা আর কবে পাবো জানা নেই। তবে লকডাউনের কারণে রাস্তা এর আগেও কয়েকবার ফাঁকা ছিল। তবে ঈদের সময়ে রাস্তা একেবারেই ফাঁকা থাকে। তাই এই সময়টা তারা বাইক চালিয়ে আনন্দ উপভোগ করেন। 

হাসিবুল/সাইফ 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়