Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ২৭ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ১২ ১৪২৮ ||  ১৮ সফর ১৪৪৩

প্রথম কর্ম‌দিবসে স‌চিবাল‌য়ের চিত্র  

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২২, ১৬ মে ২০২১  
প্রথম কর্ম‌দিবসে স‌চিবাল‌য়ের চিত্র  

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আজ থেকে খুলছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে কর্মব্যস্ততা অন্যান্য দিনের তুলনায় কম।

রোববার (১৬ মে) সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

সচিবালয় ঘুরে দেখা গেছে, প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়ে সীমিত পরিসরে কাজ চলছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তারা অনলাইনে যুক্ত হয়ে কাজ করছেন। মন্ত্রণালয়গুলোর জরুরি সেবা সংশ্লিষ্ট শাখা খোলা রয়েছে।

যারা অফিস করতে এসেছেন তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সহকর্মীদের সঙ্গে। করোনাভাইরাসের সংক্রমণের কারণে কোলাকুলি, হাত মেলানো ছাড়া কুশল বিনিময় করছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, তথ্য অধিদপ্তর (পিআইডি), কৃষি মন্ত্রণালয়, সচিবালয় ক্লিনিক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়সহ গুরুত্ব মন্ত্রণালয় খোলা রয়েছে।

সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, লকডাউনে কর্মকর্তা-কর্মচারীদের রোস্টার করে দায়িত্ব পালন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। সংক্রমণের কারণে কোলাকুলি, হাত মেলানো বন্ধ রয়েছে। শুধু নিজেদের মধ্যে কুশল বিনিমিয় করছি।

পিআইডির (তথ্য অধিদপ্তর) একজন কর্মকর্তা জানান, পিআইডিতে সব কাজ থাকে। তবে লকডাউনের নির্দেশনা অনুযায়ী রোস্টার অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীরা  অফিসে এসেছেন।  গুরুত্বপূর্ণ কর্মকর্তারা অনলাইনে যুক্ত হচ্ছেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পরিচালক (তথ্য ও জনসংযোগ) মীর আকরাম উদ্দীন আহম্মদ জানান, লকডাউনের কারণে রোস্টার অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীরা অফিসে এসেছেন। বাকি গুরুত্বপূর্ণ কর্মকর্তারা অনলাইনে যুক্ত হচ্ছেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাইদুল ইসলাম প্রধান জানান, লকডাউনের কারণে কর্মকর্তা-কর্মচারীরা অফিস করেছেন।  বাকিরা অনলাইনের মাধ্যমে যুক্ত থেকে কাজ করছেন।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউন আরও এক সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। ১৭ মে  থেকে ২৩ মে পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাব এর মধ্যে অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আসাদ/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়