ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

টিকার দ্বিতীয় ডোজ পেতে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে: স্বাস্থ্যমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৮, ১৭ মে ২০২১   আপডেট: ১৪:৪৫, ১৭ মে ২০২১
টিকার দ্বিতীয় ডোজ পেতে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে: স্বাস্থ্যমন্ত্রী

ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা টিকার দ্বিতীয় ডোজ পেতে আমরা রাশিয়া, চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করছি। খুব দ্রুত ভালো খবরের প্রত্যাশা করছি। 

সোমবার (১৭ মে) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারতের কাছে আমরা এখনও অনেক টিকা পাওনা আছি। ৩ কোটি টিকার মধ্যে মাত্র ৭০ লাখ পেয়েছি। আমরা চেষ্টা করছি সেগুলো দ্রুততম সময়ের মধ্যে পেতে।

তিনি বলেন, মানুষের মধ্যে মাস্ক ব্যবহারের প্রবণতা বেড়েছে। মানুষ আগের চেয়ে অনেক সচেতন হয়েছে। ফলে সংক্রমণ কমেছে। অনেকে এই অবস্থায় আবেগী হয়ে বাড়ি গেছেন। তাদের প্রতি অনুরোধ, বিশেষ প্রয়োজন না হলে তারা যেনো লকডাউন শেষ হওয়ার আগে ঢাকায় না ফেরেন।

মন্ত্রী বলেন, সংক্রমণের হার অনেক বেড়ে গিয়েছিল। বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কারণে সেটার হার কমেছে। এ বিষয়ে সবার সম্মিলিত সহযোগিতা পেলে সংক্রমণ আর মৃত্যুহার আরও কমবে। বর্তমানে আমাদের সংক্রমণের অনুপাতে মৃত্যুহার হচ্ছে ২০ থেকে ২৫ শতাংশ। কিছুদিন আগেও এটার হার ছিল অনেক বেশি।

করোনা থেকে বাঁচার জন্য সরকারিভাবে নেওয়া পদক্ষেপ মেনে চলার জন্য দেশবাসীর প্রতি বিনীত অনুরোধ জানান তিনি। বাস, ট্রেন, লঞ্চ এসব আরও বেশ কিছুদিন বন্ধ রাখার প্রস্তাব করেছেন বলে জানিয়েছেন মন্ত্রী। এ বিষয়ে সবার সহযোগিতাও চেয়েছেন তিনি।

মন্ত্রী বলেন, ভারতে প্রতিদিন গড়ে ৪ হাজার মানুষ করোনায় মারা যাচ্ছে। আর সংক্রমিত হচ্ছে সাড়ে ৩ থেকে ৪ লাখ মানুষ। ভারতের ভ্যারিয়েন্ট বাংলাদেশে তেমন ছড়ায়নি। আমরা বর্ডার সিল করে দিয়েছি।

প্রাণের ঝুঁকি নিয়ে যেসব চিকিৎসক, নার্স, স্বস্থ্যকর্মীরা হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দিয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। 

তিনি বলেন, এই ঈদের ছুটিতে এসব স্বাস্থ্য সংশ্লিষ্ট মানুষগুলো দিন রাত রোগীদের সেবা করেছেন।

আসাদ/মেসবাহ/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়