ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে বিএসআরএফের মানববন্ধন

জ্যেষ্ঠ প্রতিবেদক     || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ১৯ মে ২০২১   আপডেট: ১৫:৫৯, ১৯ মে ২০২১
সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে বিএসআরএফের মানববন্ধন

দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার ও দোষী কর্মকর্তা-কর্মচারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)।

বুধবার (১৯ মে) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বিএসআরএফ-এর সভাপতি তপন বিশ্বাস, সাধারণ সম্পাদক শামীম আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সদস্যরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাস বলেন, ‘প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে যেভাবে নির্যাতন করা হয়েছে, তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে- এর বিরুদ্ধে আমরা আজকে মানববন্ধনে দাড়িয়েছি। আমরা তার মুক্তি চাই, তার সঙ্গে যারা অন্যায় কাজগুলো করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

তিনি বলেন, ‘রোজিনা ইসলামকে ডেকে নিয়ে কাগজ ধরিয়ে নাটক করে অভিযোগ দাঁড় করানো হয়েছে। তাকে ৬ ঘণ্টা কেন আটকে রাখা হলো? এখন স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, রাষ্ট্রীয় গোপন নথি সে চুরি করেছে। কী এমন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ফাইল সেটা? বলা হচ্ছে, রাশিয়ার সঙ্গে ভ্যাকসিনের জন্য একটা এগ্রিমেন্ট হয়েছে, সেই এগ্রিমেন্টটি হয়েছে ২২ এপ্রিল। কিন্তু ঘটনাটা ঘটেছে ১৭ মে। এত গুরুত্বপূর্ণ ফাইল সচিবের পিএসের টেবিলে পড়ে থাকবে কেন? এটা আমরা কোনোভাবেই বিশ্বাস করতে পারি না। এটা রোজিনাকে ফাঁসানোর ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়।’

বিএসআরএফের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বলেন, ‘রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে আমরা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি। তার মুক্তি না হওয়া পর্যন্ত তার এই ধরনের কর্মসূচি চলতে থাকবে।’

একাত্মতা জানিয়ে মানববন্ধনে অংশ নেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, ডিআরইউর আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন, ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ সাংবাদিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ।

ঢাকা/নঈমুদ্দীন/এমএম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়