ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আইওসিইন্ডিও`র চেয়ারপারসন নির্বাচিত হলো বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:১৯, ২০ মে ২০২১   আপডেট: ০৯:২৫, ২০ মে ২০২১
আইওসিইন্ডিও`র চেয়ারপারসন নির্বাচিত হলো বাংলাদেশ

আইওসি রিজিওনাল কমিটি ফর দ্যা সেন্ট্রাল ইন্ডিয়ান ওশানের (আইওসিইন্ডিও) চেয়ারপারসন নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

বুধবার (১৯ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট) রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশিদ আলম আইওসিইন্ডিও'র চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। তিনি মে ২০২১ থেকে মে ২০২৩ মেয়াদে তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।

আইওসিইন্ডিওর গত ১৭-১৯ মে এক ভার্চ্যুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

প্রসঙ্গত, আইওসিইন্ডিও ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়। ভারত মহাসাগর অঞ্চলে সমুদ্রবিষয়ক জ্ঞান, টেকসই পর্যবেক্ষণ ও পরিষেবা বাড়াতে সংগঠনটি কাজ করে।

বর্তমানে ১৯টি সদস্য দেশের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ফ্রান্স, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাজ্য।

হাসান/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়