ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ডিআরইউ’র নিরপেক্ষ তদন্ত কমিটি দাবি, ইতিবাচক সায় তথ্যমন্ত্রীর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৫, ২০ মে ২০২১  
ডিআরইউ’র নিরপেক্ষ তদন্ত কমিটি দাবি, ইতিবাচক সায় তথ্যমন্ত্রীর

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিষয়ে সুষ্ঠ তদন্তের স্বার্থে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবির বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২০ মে) দুপুরে রাজধানীর মিন্টো রোডে তথ্যমন্ত্রীর বাসভবনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা নিরপেক্ষ তদন্ত চেয়ে স্মারকলিপি দিতে গেলে এ কথা জানান হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাংবাদিকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠন। তারা একটি স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্য এসেছিলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি আমার সঙ্গে কথা বলেছেন, বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, সচিবালয় সাংবাদিক ফোরাম, তারাও কথা বলেছে। দুই সংগঠনের নেতাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। তাদের মূল যে দাবি সেটি হচ্ছে, এখানে যাতে নিরপেক্ষ তদন্ত কমিটি হয়।’
‘আমি বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবো। তাদের বক্তব্য হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি নয়, একটি নিরপেক্ষ তদন্ত কমিটি করার জন্য তারা অনুরোধ করেছেন।’

সাংবাদিক রোজিনা ইসলাম যাতে ন্যায়বিচার পান এবং কারা হেফাজতে যাতে তিনি যথাযথ সম্মান পান প্রথম থেকেই সেই বিষয়ে যথাযথ চেষ্টা করে এসেছেন জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘সেই চেষ্টা অব্যাহত থাকবে।’

‘আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ জানাই, বিষয়টিকে ইমোশনালি না দেখে বাস্তবতার নিরিখে বিচার করার জন্য। আমি, আপনি যে কোনো সময়েই ভুল করতে পারি। মানুষ মাত্রই ভুল করে। রোজিনা ইসলামও ভুল করতে পারেন। কেউ ভুলের ঊর্ধ্বে নয়, এটা মাথায় রাখতে হবে। আমি আপনাদের মন্ত্রী আপনাদের মানুষ। সুতরাং আপনাদের দাবিগুলো সহানুভূতির সঙ্গে দেখে যতোটুকু করার সেটুকু করার সর্বাচ্চ প্রচেষ্টা আমার থাকবে।’

 ঢাকা/পারভেজ/নঈমুদ্দীন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়