ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘পাসপোর্ট স্ট্যান্ডার্ড করতে ইসরায়েলের নাম বাদ, কূটনৈতিক সম্পর্ক হচ্ছে না’

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ২৩ মে ২০২১   আপডেট: ২০:০৫, ২৩ মে ২০২১
‘পাসপোর্ট স্ট্যান্ডার্ড করতে ইসরায়েলের নাম বাদ, কূটনৈতিক সম্পর্ক হচ্ছে না’

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন (ফাইল ফটো)

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, ই-পাসপোর্ট স্ট্যান্ডার্ড করতে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ সিল বাদ দেওয়া হয়েছে। তবে, বাংলাদেশ ইসরায়েলের সঙ্গে কোনোরকম কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে না।

রোববার (২৩ মে) দুপুরে পররাষ্ট্রমন্ত্রী রাইজিংবিডিকে মোবাইলে ফোনে বলেন, ‘ফিলিস্তিন-ইসরায়েল সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বাংলাদেশ এ সংক্রান্ত পররাষ্ট্রনীতি পরিবর্তন করবে না। আমাদের নতুন পাসপোর্টকে স্ট্যান্ডার্ড করার জন্য শুধু সিলটা বাদ দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘একমাত্র বাংলাদেশের পাসপোর্টেই এরকম একটি সিল ছিল। বলা যায়, এ কারণে আমাদের পাসপোর্ট বিশ্বে ইউনিক ছিল। এখন ই-পাসপোর্ট পদ্ধতিতে শুধু এ পরিবর্তনটি আনা হয়েছে। এর অর্থ এই নয় যে, তাদের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক হতে যাচ্ছে বা পরিবর্তন হতে যাচ্ছে। আমরা আগে যে অবস্থানে ছিলাম, সে অবস্থানেই আছি।’

উল্লেখ্য, ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক। ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে ঢাকা বরাবরই ফিলিস্তিনিকে সমর্থন দিয়ে যাচ্ছে। ফিলিস্তিন ও ইসরায়েলের মধ‌্যে সর্বশেষ সংঘাতের সময়েও বাংলাদেশ ফিলিস্তিনকে সমর্থন দেয়।

এদিকে, ২৩ মে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয়ে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সম্প্রতি বাংলাদেশের ই-পাসপোর্ট থেকে ‘‘একসেপ্ট ইসরায়েল’’ শব্দ দুটি তুলে দেওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে। এ নিয়ে ইসায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি বাংলাদেশের দৃষ্টিগোচর হয়েছে। বাংলাদেশের পাসপোর্ট থেকে “একসেপ্ট ইসরায়েল” শব্দটি তুলে দেওয়ার অর্থ এই নয় যে, বাংলাদেশের আগের অবস্থানের পরিবর্তন হয়েছে। এটা তুলে দেওয়া হয়েছে পাসপোর্টের আন্তর্জাতিক মান বাড়ানোর জন্য। প্রাচ্যের পররাষ্ট্রনীতি সম্পর্কে বাংলাদেশর অবস্থান অপরিবর্তিতই রয়েছে।’

ঢাকা/হাসান/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়