ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গরম কমতে পারে আজ 

নিউজ ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৫, ২৪ মে ২০২১   আপডেট: ১১:৫৬, ২৪ মে ২০২১
গরম কমতে পারে আজ 

তীব্র গরমে অস্থির হয়ে উঠেছে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। তবে সোমবার (২৪ মে) তাপমাত্রা কমতে পারে। 

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে এ তথ‌্য জানানো হয়েছে। 

এদিকে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এ জন‌্য সমুদ্র বন্দরসমূহকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ আরিফ হোসেন জানান, ২৫ মে মধ‌্য রাত থেকে ঘূর্ণিঝড় ইয়াস এর কারণে ঝড় বৃষ্টি শুরু হতে পারে। তবে সোমবার থেকেই তাপমাত্রা কমবে। 

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ে পরিণত হলো ‘ইয়াস’

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু জায়গা থেকে এ তাপপ্রবাহ কমতে পারে।

বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

ঢাকা/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়