ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বাজেট অধিবেশনে যেতে পারবেন ৪৬ সাংবাদিক

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৩, ২৪ মে ২০২১  
বাজেট অধিবেশনে যেতে পারবেন ৪৬ সাংবাদিক

আসন্ন বাজেট অধিবেশনকালে সংসদ ভবনে ঢোকার অনুমতি পাবেন ৪৬ জন সাংবাদিক। তবে, অবশ‌্যই তাদের করোনা নেগেটিভ সনদ থাকতে হবে। অধিবেশন শুরুর তিন দিন আগে সংসদ সচিবালয়ে সাংবাদিকদের নমুনা পরীক্ষা করা হবে।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘করোনার কারণে সংসদের গণসংযোগ অধিশাখা একটি তালিকা করেছে। ৪৬ জনের মতো হবে। প্রয়োজনে তালিকা বড়-ছোট হতে পারে।’

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, গত বাজেট অধিবেশনের মতো এবার তথ্য অধিদপ্তর থেকে সংসদ পাস নিতে হবে না। সংসদ ভবনের বিভিন্ন ফটকে করোনো নেগেটিভ সার্টিফিকেট বা মোবাইল ফোনে যাওয়া এসএমএস দেখিয়ে বাজেট অধিবেশনের সংবাদ সংগ্রহের জন‌্য সংসদ ভবনে ঢোকা যাবে। বাজেট অধিবেশন চলাকালীন সাংবাদিকরা সংসদ ভবনে ঢুকতে পারলেও সেখানে ঘোরাফেরা করতে পারবেন না। সংসদ ভবনে সাংবাদিক লাউঞ্জে থাকতে হবে তাদের।

সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব তারিক মাহমুদ বলেছেন, ‘সংসদ ভবনের সাংবাদিক লাউঞ্জ (লেভেল-৬) খোলা রাখা হবে। অধিবেশনকালে সংসদ বিটের সাংবাদিকদের জন্য লাউঞ্জ খোলা রাখার জন্য ডেপুটি সার্জেন্ট অ্যাট আর্মস বরাবর চিঠি দেওয়া হয়েছে।’

এদিকে, আসন্ন বাজেট অধিবেশন উপলক্ষে তিন দিন পর পর এমপি-মন্ত্রীদের নমুনা পরীক্ষা করাতে হবে। দেশে করোনার ভারতীয় ধরন শনাক্ত হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সংসদ।

ঢাকা/আসাদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়