ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

২ হাজার ৯৮৮ কোটি টাকা ব্যয়ে ৬ ক্রয়প্রস্তাব অনুমোদন

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৩, ২৭ মে ২০২১  
২ হাজার ৯৮৮ কোটি টাকা ব্যয়ে ৬ ক্রয়প্রস্তাব অনুমোদন

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ২৯৮৮ কোটি ৪৯ লাখ ৯৬ হাজার ৩৯৩ টাকা ব্যয়ে ৬টি ক্রয়প্রস্তাব অনুমোদন দিয়েছে। এর মধ্যে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সরকারি ক্রয়কাজে অধিকতর প্রতিযোগিতা সৃষ্টির লক্ষ্যে দরপত্রে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা পর্যাপ্ত হওয়া সংক্রান্ত একটি পরামর্শমূলক প্রস্তাব ছিল। প্রস্তাবটিতে সঙ্গে কোনো আর্থিক সংশ্লেষ নেই।

বৃহস্পতিবার (২৭ মে) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার ভার্চুয়াল সভায় ক্রয় প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে অনুমোদিত ক্রয়প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার।

অর্থমন্ত্রী বলেন, আজ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অনুমোদনের জন্য ৯টি প্রস্তাব উত্থাপন করা হয়।  প্রস্তাবগুলোর মধ্যে স্থানীয় সরকার বিভাগের ২টি, স্বাস্থ্য সেবা বিভাগের টেবিলে ১টিসহ মোট ৩টি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ১টি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১টি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ১টি, পানি সম্পদ মন্ত্রণালয়ের ১টি এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের ১টি প্রস্তাব ছিল।  এর মধ্যে ৬টি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।  অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত সচিব ড.শাহিদা আক্তার।

অতিরিক্ত সচিব বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতায় বাপেক্স কর্তৃক রাশিয়া ফেডারেশনের রাষ্ট্রীয় কোম্পানি গাজপ্রম  এর কাছ থেকে ভোলা জেলায় টার্ন-কী পদ্ধতিতে ৩টি কূপ খনন কাজের অনুমোদন দিয়েছে কমিটি।  এতে ব্যয় হবে  ৬৪৮ কোটি ৩৯ লাখ ১১ হাজার ৮৫০ টাকা।

তিনি বলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক ‘গুরুত্বপূর্ণ মহাসড়কে পণ্য পরিবহনের উৎসমুখে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন’ প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে যৌথভাবে (১) এসএমইসি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড, অস্ট্রেলিয়া, (২) সুইডিশ ন্যাশনাল রোড কনসালটিং এবি, সুইডেন, (৩) এসিই কনসালট্যান্টস লিমিটেড, বাংলাদেশ এবং (৪) বিসিএল অ্যাসোসিয়েটস লিমিটেড, বাংলাদেশকে নিয়োগ দেওয়ার প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি।  এ জন্য ব্যয় হবে ৪৬ কোটি ৯২ লাখ ৩ হাজার ৫৯৩ টাকা।

ড. শাহিদা বলেন, সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কমিউনিকেশনস, নেভিগেশন অ্যান্ড সার্ভিল্যান্স-এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট (সিএনএস-এটিএম) সিস্টেমসহ রাডার স্থাপন কাজ  থালস, ফ্রান্সের  কাছ থেকে জি-টু-জি ভিত্তিতে সংগ্রহের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি।  এতে ব্যয় হবে ৬৫৮ কোটি ৪০ লাখ ৩২ হাজার টাকা।

তিনি বলেন, সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃক ‘মাদারীপুর জেলার শিবচর উপজেলায় আড়িয়াল খাঁ নদীতীর সংরক্ষণ ও ড্রেজিং’ প্রকল্পের আওতায় ৬.৩ কি.মি. নদীতীর সংরক্ষণ কাজ এবং ১৪.৭৫০ কি.মি ড্রেজিং কাজের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি।  খুলনা শিপইয়ার্ড লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করবে। এজন্য ব্যয় হবে ৩৬৭ কোটি ২৮ লাখ ৪৮ হাজার ৯৫০ টাকা।

সভায় টেবিলে জনস্বাস্থ্য সংরক্ষণ ও করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত রাখতে চীনা প্রতিষ্ঠান সিনোফার্ম থেকে ১৫ মিলিয়ন ডোজ সার্স কোভিড টু ভ্যাকসিন ভেলোসেল ক্রয়ের প্রস্তাব ছিল। প্রস্তাবটিতে অনুমোদন দিয়েছেন কমিটি।

হাসনাত/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়